Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৬ মার্চ, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-18T20:43:37Z
সাহিত্য

আমরা কি স্বাধীন : হাবিবুর রহমান

বিজ্ঞাপন

আমরা কি স্বাধীন?
তবে কেন গুম, খুন, ধর্ষন,অপরাধ বাড়ছে প্রতিদিন?

আমরা কি স্বাধীন? 
তবে কেন অপরাধীরা পার পেয়ে যায় দিনের পর দিন? 

আমরা কি স্বাধীন? 
তবে কেন আজ আমার বোনদের ইজ্জ্বত করা হয় লুণ্ঠন?

আমরা কি স্বাধীন? 
তবে কেন সন্ত্রাস,মাদক, নেশাখোররা কী করে পায় জামিন?

আমরা কি স্বাধীন? 
তবে কেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাধার পথে হতে হয় সম্মুখীন। 

আমরা কি স্বাধীন?
তবে কেন একের পর এক বাল্য বিবাহের হচ্ছে বন্ধন?

আমরা কি স্বাধীন?
তবে কেন শিশুশ্রম বন্ধের হয় না কোন আইন?

আমরা কি স্বাধীন?
তবে কেন পুত্রের কাছে পিতা-মাতাকে অপমানিত হতে হচ্ছে প্রতিক্ষণ? 

আমরা কি স্বাধীন?
তবে কেন স্বাধীন দেশে বিদ্যাশ্রমে কাটাতে হচ্ছে পিতা-মাতাকে শেষ দিন?

আমরা কি স্বাধীন?
তবে কেন ক্ষমতার অপব্যবহারে অতিষ্ট হয়ে অন্যায়ের কাছে ন্যায়-নীতি ম্লান?

আমরা কি স্বাধীন?
তবে কেন আইনের চোখ ফাঁকি দিয়ে বে'আইনী কাজ চলছে সারাক্ষণ? 

আমরা কি স্বাধীন?
তবে কেন বিয়ের পরও যৌতুকের জন্য বোনেরা সহ্য করতে হচ্ছে অত্যাচার নিপীড়ন? 

আমরা কি স্বাধীন?
তবে কেন শ্রমিকের ন্যায় আদায় পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন?

আমরা কি স্বাধীন? 
তবে কেন নির্মমভাবে যেখানে সেখানে আমাদের বোনদের পশুরা করছে ধর্ষণ? 

আমরা কি স্বাধীন?
তবে কেন দীর্ঘ ন'মাস যুদ্ধ করার পরও স্বাধীন দেশে নেককা্র জনক ঘটনা ঘটছে এমন করুণ? 

আমরা কি স্বাধীন?
আজও কেন লাখো শহিদদের তাজা রক্তের দিতে পারি নি মূল্য আছি চিরঋণ?

আমরা কি স্বাধীন? 
নাকি স্বাধীন ভাবে বেঁচে থাকাটাও দু'দিন পরে হবে বিলীন?

আমরা কি স্বাধীন? 
না কি স্বাধীনতার আড়ালে আজও পরাধীন?

আমরা কি স্বাধীন?
সময় পেরিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে আসবে কবে সুদিন?

হাজারো শহীদদের তাজা রক্তের বিনিময়ে করেছেন একখানা লাল-সবুজের মানচিত্র দান!
আসো সবাই হাতে রেখে হাত নিজের ত্যাগ তিতিক্ষার কাছে বিলিয়ে দেই মোদের প্রাণ!
জীবনের বিনিময়েও হলে বাঁচাই মোরা বাংলাদেশের মান!!!
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ