Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-24T11:27:06Z
সিলেট

সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারি চক্র সক্রিয়, অভিযানে র‍্যাব

বিজ্ঞাপন
ছবি: র‍্যাবের হাতে আটক টিকেট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য দক্ষিণ সুরমার জুফেন আহমদ।

ডেস্ক রিপোর্ট : সিলেটে কিছুতেই থামছে না ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অপতৎপরতা। দীর্ঘদিন ধরে সিলেটের মানুষকে জিম্মি করে এই চক্র কালোবাজারে বেশি দামে টিকেট বিক্রি করে যাচ্ছে। মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হাতে দু-একজন ধরা পড়লেও আড়ালেই রয়ে যায় মূল হোতারা। তাই থামে না এদের দৌরাত্ম্য। বিশেষ করে দুই ঈদ ও বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে বেড়ে যায় তাদের অপতৎপরতা। 

তবে এবার সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্যদের ধরতে অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমা থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. জুফেন আহমদকে (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ট্রেনের অনলাইন টিকেট ২টি, ট্রেনের টিকেটের অনলাইন আবেদন কপি ৩০টি এবং কম্পিউটার, প্রিন্টার ও মোবাইল ইত্যাদি সরঞ্জামাদি জব্দ করে র‍্যাব। জুফেন দক্ষিণ সুরমার বরইকান্দি (কাজিরখলা) এলাকার মৃত আজির মিয়ার ছেলে। 

গ্রেফতারের পর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ রবিবার (২৪ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করবে পুলিশ। 

র‍্যাব জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সিলেটে অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকিট সংকটের বিষয়টিকে কাজে লাগিয়ে কালোবাজারিরা এমনটি করছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাদের কাছে যাত্রীরা জিম্মি। 

গ্রেফতারকৃত জুফেনের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব আরও জানায়, ঈদকে টার্গেট করে এ চক্রের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। তাই আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে এ চক্রের সদস্যরা বেশি সক্রিয় রয়েছে। 

সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারিদের এই দৌরাত্ম্য ও অপতৎপরতা ঠেকাতে অবশেষে মাঠে নেমেছে র‍্যাব-৯। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ