Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-28T20:35:26Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে যুবকের ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ছেলের ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে আওয়ারুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলায় বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মৃত আওয়ারুন নেছা (৬৫) উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আব্দুল খালিকের স্ত্রী।

ঘটনায় অভিযুক্ত সুমন আহমদ (২৬) বাঘা সোনারটুল গ্রামের ওয়াজিদ আহমদের পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিএনজি অটোরিকশা চালক ছমির উদ্দিন (১৮) তার গাড়ি নিয়ে পরগনা  বাজারে যাওয়ার পথে সড়কে গর্তে গাড়ির চাকা পড়ে ময়লা পানি পথচারী সুমন আহমদের (২৬) শরীরে ছিটকে পড়ে৷ এ নিয়ে সুমন আহমদ ও সিএনজি অটোরিকশা চালক ছমির উদ্দিনের মাঝে হাতাহাতি হয়।

এ ঘটনার পর পরদিন মঙ্গলবার (২৮ জুন) আনুমানিক সাড়ে ৬টার দিকে এখলাছপুর ব্রিজের উপর আবারো তাদের দেখা হয়। দেখা হওয়ার এক পর্যায়ে দুনো জন আবারো উত্তেজিত হয়ে যান এবং হাতাহাতি শুরু করেন। 

এসময় ছমির উদ্দিনের মা আওয়ারুন নেছা বাড়ি থেকে বের হয়ে ঝগড়া থামাতে গেলে সুমন আহমদের ছুড়া ইটের আওয়ারুন নেছার বুকে লাগে। ইটের আঘাতে আওয়ারুন নেছা গুরুতর আঘাত প্রাপ্ত হোন। এসময় আওয়ারুন নেছার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের সুরতালহাল রিপোর্ট  তৈরী করার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ