Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-17T17:20:16Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে বাড়ির পাশে কচুরিপানা থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজারে বাড়ির পাশে কচুরিপানা থেকে হোসেন আহমদ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র। পেশায় রাজমিস্ত্রি হোসেন আহমদ তিন সন্তানের জনক।

হোসেন আহমদের ছোট ভাই ও এলাকাবাসী সূত্রে জানা যায়- বুধবার সকাল ৯টার দিকে হোসেন আহমদ মসজিদের ইমামের জন্য টিফিনে করে খাবার নিয়ে মসজিদে আসেন। এরপর দুপুর পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরেননি। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন খুঁজ পাননি। এরপর বিকেল ৩ টার দিকে পাশের বাড়ির এক শিশু কচুরিপানার উপর মানুষের হাত দেখে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কচুরিপানার উপর মানুষের হাত দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে যান। এরপর বিয়ানীবাজার থানা পুলিশও ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, তিনি প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। এরপর দেশে এসে রাজমিস্ত্রীর কাজ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলেন ধারণা করা যাচ্ছে। মরদেহের শরীরের কোন ধরণের আঘাতের চিহ্ন নেই। সেই সাথে পরিবারও কাউকে সন্দেহ করছেনা। 
 
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্নকালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ