বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে কুশিয়ারা অঞ্চলের ঐতিহ্যবাজী দ্বীনি বিদ্যাপীঠ মীরগঞ্জ এম দাখিল মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছয়েফ উদ্দিন।
মাদ্রাসার শিক্ষক মাওলানা কামরুল হাসান ও আমিনুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার এড হক কমিটির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার মাওলানা জামাল উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন,
শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, আব্দুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য নাজমা বেগম, অভিবাবক সদস্য রেজাউল করিম, মোঃ আব্দুর রহমান, আমিন উদ্দিন, জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শিমলা আক্তার লিজা প্রমুখ।
এসময় পুরাতন কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।