Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-13T15:35:30Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে তরুণের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে রাহিদ হোসেন (১৯) নামের সেই তরুণের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম বলেন, এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। 

এদিকে ঐ তরুণের মৃত্যু নিয়ে রহস্যের দেখা দিয়েছে। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করছেন স্বজনরা। 

এ ব্যাপারে নিহত রাহিদ হোসেনের বড় ভাই আমির হোসেন বলেন, কে বা কারা আমার ছোট ভাইকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি তার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এদিকে প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ বলছে, নিহত তরুণের গলায় ফাঁস লাগার চিহ্ন রয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

উল্লেখ, গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সময় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামে থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা। এ সময়  পরিবারের লোকজন ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত তরুণ রাহিদ হোসেন (১৯) উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের মৃত সোবহান উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ