Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-09T08:54:13Z
জাতীয়লিড নিউজসিলেট

সিলেটে আরও ৩টি স্টেডিয়াম করার প্রস্তাবনা পাঠানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘খেলাধুলার উন্নয়নের জন্য সরকার সবসময় আন্তরিক। ইতিমধ্যে সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।

মন্ত্রী বলেন, ‘সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। বর্তমানে মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

সিলেটে মেয়েদের এশিয়া কাপের টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে মোমেন বলেন, ‘আপনারা জানেন, সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। তারপরও এখানকার স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে।’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ