Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-11T14:15:37Z
গোলাপগঞ্জবিশেষ সংখ্যালিড নিউজ

ক্যান্সার জয় করে বাঁচতে চান গোলাপগঞ্জের সায়বান বিবি

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : আজ থেকে ৫ মাস পূর্বে খাদ্যনালীতে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে বয়োবৃদ্ধ সায়বান বিবির (৭০)। এরপর থেকে চিকিৎসার উপর নির্ভর করে কোনমতে বেঁচে আছেন। কিন্তু এভাবে আর কতদিন!

সায়বান বিবি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর পূর্বগাঁও গ্রামের বাসিন্দা। তার দুই ছেলে দিনমজুর।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে সায়বান বিবির। ডাক্তার আপাতত ৪টি ক্যামোথেরাপি দেওয়ার কথা বলেছেন। প্রতিটি ক্যামোথেরাপিতে প্রায় ৩০ হাজার টাকা করে খরচ আসতে পারে। প্রতিদিন খাওয়ার জন্য ঔষধ লিখে দিয়েছেন। প্রতিদিনের সেই ঔষধ কিনে খাওয়ানোরও সামর্থ্য নেই অসহায় এই পরিবারের। আর ক্যামোথেরাপি দেওয়া তো স্বপ্নের মতো। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোন রকমে সংসার চলে তাদের।

এদিকে যত দিন যাচ্ছে চিকিৎসার অভাবে অবস্থা খারাপ হতে চলেছে সায়বান বিবির।

তাই পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সায়বান বিবিকে সাহায্য পাঠানোর নম্বর ০১৭৪৪-৪৬৮৬২০ (মেয়ে রুকসানা বেগম)।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ