Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2022-12-31T19:32:09Z
লিড নিউজসিলেট

সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃত্বে হাসিনা-নবেল

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :  সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে ইতিহাস গড়ে হাসিনা বেগম ও সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম চৌধুরী নবেল বিজয়ী হয়েছেন। সভাপতি পদে হাসিনা বেগম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি লিয়াকত শাহ ফরিদী পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম চৌধুরী নবেল পেয়েছেন ৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি দেবাশীষ দেবু পেয়েছেন ৩৯ ভোট।

শনিবার রাতে ভোটগ্রহন শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষনা করেন। এর আগে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও সহসভাপতি (প্রথম) পদে প্রার্থী বিজয়ী হয়েছেন মনিরুজ্জামান মনির ( প্রাপ্ত ভোট ৫৬), সহসভাপতি (দ্বিতীয়) পদে সাঈদ চৌধুরী টিপু ( প্রাপ্ত ভোট ৬১), সহ সাধারণ সম্পাদক পদে রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ) ( প্রাপ্ত ভোট ৬২), কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার ( প্রাপ্ত ভোট ৭৩), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মিঠু দাস জয় ( প্রাপ্ত ভোট ৭৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান সুমন (প্রাপ্ত ভোট ৫৬), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. এনামুল কবীর (প্রাপ্ত ভোট ৫৪), পাঠাগার সম্পাদক পদে মো. আবু বক্কর (প্রাপ্ত ভোট ৫৪), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ (প্রাপ্ত ভোট ৫৩), নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. শাহীন আহমদ (প্রাপ্ত ভোট ৬৮), মাহমুদ হোসেন ( প্রাপ্ত ভোট ৬০), মো. আনোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ৫৭),রণজিৎ কুমার সিংহ ( প্রাপ্ত ভোট ৫৬)।

এদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আবদুল করিম চৌধুরী কিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, মহানগর পুলিশের সহকারী কমিশনার শামছুদ্দিন চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।

উল্লেখ্য, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দু’টি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৯ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ