Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-01-07T12:35:34Z
সারাদেশ

কনের বাড়িতে হঠাৎ হাজির ৭০ বর !

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: বিয়ে একজনের। তবে বর সেজে কনের বাড়িতে হাজির হলো ৭০ জন। শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী এবার মুন্সিগঞ্জবাসী। না কোনো বিব্রতকর ঘটনা নয়। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতে এমন আয়োজন বরের বন্ধুদের। ভিন্ন রকম এক বিয়েতে সামিল হয়ে উল্লাসিত সবাই।

শুক্রবার (৬ জানুয়ারি) মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁও এলাকায় ঘটে এমন ঘটনা। জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সাথে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালির বিয়েকে স্মরণীয় করতে এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।

বরযাত্রীর বাইকের বহরে সবাই পড়েছে শেরওয়ানি-পাগড়ি। বর সেজে একসাথে ৭০জন হাজির কনে বাড়িতে। গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর নেই বুঝার উপায়। আমার বিয়ে, আমার বিয়ে স্লোগান সবার।

বহু বরের উপস্থিতি ঘিরে দিনভর উল্লাসিত বিয়েবাড়ি। এক বরযাত্রীতে এতো বর দেখে অবাক কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা। ভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে সামিলদের আনন্দের মাত্রা ছিল বহুগুণ। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ