Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-05-29T08:22:26Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে চালু হচ্ছে নরমাল ডেলিভারি সেন্টার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : প্রসূতি মায়েদের কথা চিন্তা করে বিয়ানীবাজারে আয়শা হক হাসপাতালে ১ম বারের মত চালু হতে যাচ্ছে CMS নরমাল ডেলিভারি সেন্টার। এখন থেকে প্রতিদিন অভিজ্ঞ নার্স ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল ডেলিভারির ব্যবস্থা ২৪ ঘন্টা চালু থাকবে বলে জানিয়েছেন আয়শা হক হাসপাতালের কর্তৃপক্ষ।

তারা বলেন, আমাদের আয়েশা হক হাসপাতাল, শহীদ টিলা, বিয়ানীবাজার এর নরমাল ডেলিভারি জন্য " CMS _নরমাল ডেলিভারি সেন্টার " আগামী ২ জুন শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চালু হবে। 

উক্ত উদ্ভোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নরমাল ডেলিভারি সেন্ট্রার উদ্ভোধন করার জন্য দেশের বিখ্যাত বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং এ্যাডভান্স গাইনোকলজিক্যাল ল্যাপারোস্কপিক সার্জন,ডা.অসীম কুমার সাহা উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 
এতে সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেসের সম্মানীত পরিচালক-শেয়ারহোল্ডারবৃন্দও সকল কর্মকর্তা, কর্মচারীগণকে আয়েশা হক হাসপাতালে যতা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, আয়েশা হক হাসপাতালের চেয়ারম্যান ডা.মো শাহিদ আহমদ তুহিন।




বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ