Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-06-02T08:46:46Z
সিলেট

স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের ফাইন্যান্স ম্যানেজার সিলেটের লিপ্টু 

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের কমিটি গঠিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের আলোচনাক্রমে মোঃ রাজু আহমেদ কে সভাপতি ও প্রীতম সুর রায় কে সেক্রেটারি করে এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২ জুন) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত এই কমিটিতে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পেলেন সিলেটের লিপ্টু দাস। লিপ্টর বাড়ি সুনামগঞ্জের জগ্ননাথপুর উপজেলায়। 

সদ্য গঠিত 'স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ' এর ফাইন্যান্স ম্যানেজার লিপ্টু দাসকে এই কমিটির লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সময়ের সাথে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ব্যাপক ক্ষতিকর প্রভাব পরিবেশের উপর পড়ছে। পরিবেশ বাঁচাতে হলে আমাদের প্রকৃতিক পরিবেশের প্রাণীগুলোকে ও রক্ষা করতে হবে। সাপ মানুষের কাছাকাছি বিশেষ করে মানুষের বাড়িতে সাপ ঢুকে পরায় মানুষজন আতঙ্কিত হয়ে সাপকে তাড়া করে। তবে সাপকে তাড়া না করে আমাদের খবর দিলে আমরা সেখানে গিয়ে সাপ উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেই। যা আমাদের টিমের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য সাপ সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং সাপ বিষয়ে করণীয় কাজগুলো সম্পর্কে ধারণা প্রদান করা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ