Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-08-23T07:18:15Z
সুনামগঞ্জ

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে : চালক ও হেলপার নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে এর চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে আউশকান্দি মহাসড়কের কাটাগাঙ নদীর ওপর নির্মিত সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া।

নিহতরা হলেন, চালক ফারুক মিয়া এবং তার সহকারী জাকির হোসেন। তাদের বাড়ি ভোলাগঞ্জ এলাকায়।


সন্ধ্যায় ডুবুরি দলের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেন বলে জানান জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান।

সেতুটি সুনামগঞ্জের সঙ্গে ঢাকার বিকল্প পথে পড়েছে। এটি ভেঙে যাওয়ায় রাজধানীর সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক জগন্নাথপুরে যাচ্ছিল। পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ইছগাঁও কাঁটাগাঙের স্টিলের বেইলি সেতুতে উঠতেই সেতুটি ভেঙে ট্রাকটি নদীতে তলিয়ে যায়।

এ দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “সেতু ভেঙে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিকল্প পথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।“

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া জানান, র্দীঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ এ সেতুটিতে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল করছিল। এর মধ্যে একাধিকবার সেতুর পাটাতন খুলে দুর্ঘটনা ঘটেছে। সবশেষ সেতুটি একেবারে ভেঙেই পড়ল। 

সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, “এটি ঝূকিপূর্ণ সেতু। ভারি যান চলাচল নিষিদ্ধ ছিল। কিন্তু সেটি না মানায় বড় দুর্ঘটনা ঘটল।” 

বেইলি সেতুর বদলে এই পথে বড় সেতু নির্মাণ হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ