Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-05-07T10:06:36Z
আন্তর্জাতিক

পাকিস্তানের ২৪ স্থাপনায় ভারতের হামলা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট :  পাকিস্তানে ২৪টি স্থাপনায় ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বিবিসিকে তিনি বলেছেন, তার (পাকিস্তান) দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৮ জন পাকিস্তানি নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন।

পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে।

এছাড়া লাহোর থেকে ৪০ কিলোমিটার দূরের এলাকা পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে শহরেও হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, মুরিদকে শহরে জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র। সেখানে উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারত হামলা চালিয়েছে।

পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদেও হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

বিবিসির সংবাদদাতার বরাতে জানা গেছে, মুজফ্ফরাবাদের যে অঞ্চলে হামলা হয়েছে, সেখান থেকে মানুষজন পালাচ্ছেন। রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।

এদিকে নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি এলাকা কোটলিতেও ভারত হামলা চালায়। 

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শিয়ালকোটেও দুটি গোলা এসে পড়েছে। তবে কোটলি লোহারাণে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয়নি। হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর নিকটবর্তী শহর শকরগড়েও দুটি ভারতীয় গোলা ছোঁড়া হয়েছে।  

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গোলা দুটি একটি চিকিৎসাকেন্দ্রের সামান্য কিছু ক্ষতি হয়েছে।  

ভারত সরকারের দাবি, তারা পাকিস্তানের ৮ স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।  

এক বিবৃতিতে ভারত সরকার জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।  

এসব হামলার বিষয়ে এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে বলেন, ভারত যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে বেসামরিক এলাকা— কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো নয়।  


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ