Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-08-15T13:26:48Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় মহিলাসহ ৬ জন আহত হয়েছেন।

হামলার পর ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো.সেলিম উদ্দিন (৫৮) বাদি হয়ে ১১জনের নামোল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

এঘটনায় সোমবার (১৪ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামের নিজ বাড়ি থেকে এক আসামিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামি সরওয়ার জাহান ফাহিম (৩৫) একই এলাকার মৃত গৌছ উদ্দিনের ছেলে। 

মামলার অন্য আসামিরা হলেন- মৃত আমির আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬), আব্দুল বারীর ছেলে সুলতান উদ্দিন (৪২),  মজিদ উদ্দিন মজা (৫০), আজির উদ্দিন লুলু (৪৭), মাহমুদ আলী (৫৫), মৃত আমির আলীর ছেলে কামাল আহমদ (৪০), হাসিম আলী (৪৫) পিতা অজ্ঞাত, মামুন আলীর ছেলে রাহিন আহমদ (২৫)। তাদের সকলের বাড়ি নালিউরি গ্রামে। অপর আসামিরা সিলেটের আজাদি মীরবক্সটুলার মৃত আব্দুল হাই'র ছেলে মুনতাকিন নাঈম (৪৪) ও আব্দুল হাদী রুম্মান (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি মো.সেলিম উদ্দিন সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত সার্জেন্ট। তাদের সাথে জয়নাল আবেদীনের দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত ১২ আগস্ট সকালে বাদি তার জায়গায় পুকুর পাড়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে মামলার আসামিরা সকাল ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলা করে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এসময় নির্মাণ কাজের জন্য রাখা ৫০ বস্তা সিমেন্ট ও ১০ মন রড আসামিরা নিয়ে যাওয়ার সময় মামলার স্বাক্ষীগণ বাঁধা প্রদান করতে চাইলে আসামিরা তাদের উপর হামলা চালায়। হামলা করে বাড়ির ৪ মহিলাসহ ৬ জনকে আহত করে আসামিরা। এসময় আসামিরা মহিলাদের শ্রীলতাহানী করে। 

আরও জানা যায়, হামলা করে আসামিরা মহিলাদের গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ও শ্রমিকদের মজুরির টাকা লুট করে নিয়ে যায়৷ সব গুলোর মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। হামলার সময় আহতরা জীবন বাঁচাতে চিৎকার করিলে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এদের মধ্যে রিনা সেলিম ও আবসানা শাহনাজ নামে দুই মহিলার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকেরা ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা গুরুতরও অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছেন। 

আরও জানা যায়, এঘটনায় পূর্বে গত ২৫ জুলাই একই ভাবে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে মামলার আসামি জয়নাল আবেদীনের নেতৃত্বে আসামিরা তাদের উপর হামলা চালায়। এঘটনায় মো.সেলিম উদ্দিন (৫৮) বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং- ১৮৪/২০২৩ইং, তাং-৩০/৭/২০২৩ইং) দায়ের করেন। ওই মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে আরও বেপরোয়া হয়ে উঠে এবং প্রতিপক্ষকে প্রাণে হত্যার হুমকি ধমকি দিতে থাকে।

মামলার বাদি মো. সেলিম উদ্দিন বলেন, আসামিদের হামলায় আমাদের দুই মহিলা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের অবস্থা খুবই খারাপ। আমি এই মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ