বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে ফাহিম আহমদ (২৫) হত্যা মামলার প্রধান আসামী সাইদ আহমদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সুহিলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।
গ্রেপ্তারকৃতরা হলো পশ্চিম বারকোট গ্রামের জিলাল উদ্দিনের দুই ছেলে সাঈদ আহমদ (২৩) ও মাহিদ আহমদ (১৯) ও স্ত্রী কুলসুমা বেগম (৪৬)।
এই মামলার আরেক আসামী জিলাল উদ্দিন পলাতক রয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল রাতে পশ্চিম বারকোট গ্রামে আব্দুল হালিমের ছেলে ফাহিম আহমদ (২৭) কে এ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে তারই ফুফাতো দুই ভাই, ফুফু ও ফুফা মিলে ছুরিকাঘাত ও হামলা করেন। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন সকালে ফাহিম আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত ফাহিমের পিতা আব্দুল আলিম পরের দিন শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৩ তারিখ -০২-০৫-২০২৫ইং) দায়ের করেন। এই মামলায় তাদের ৮দিন পর প্রযুক্তির ব্যবহার করে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সুহিলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।