বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম-শিকপুর ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বুধবারী বাজারে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সভায় বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুধবারী বাজার ইউপি সদস্য আবুল কাশেম, সমাজসেবী মাওলানা মুজিবুর রহমান, শামছুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বাহার উদ্দিন, হাজী হারুন মিয়া, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাহেদ আহমদ, ছাত্র নেতা আমিনুল ইসলাম, ফতেহুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনের বক্তারা বলেন, গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম শিকপুর সেতু নির্মাণ দুই এলাকার প্রাণের দাবি। এই সেতুটি নির্মিত হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সংক্ষিপ্ত হয়ে যাবে। এরই পরিপেক্ষিতে বহরগ্রাম শিকপুর সেতু নির্মাণের জন্য কাজের টেন্ডার হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও এই সেতু নির্মাণের জন্য কাজ শুরু করে। কিন্তু কিছু অদৃশ্য শক্তির জন্য হঠাৎ এই সেতুর কাজ আটকে যায়। এছাড়াও এই সেতুর জমি অধিকরণের নোটিশ এখনো জেলা প্রশাসক প্রকাশ করেন নি।
বক্তারা এই সেতুর কাজ দ্রুত বাস্তবায়নে ভুমি অধিকরণের নোটিশ জারি সহ সব উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।