বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা আজ অনেক উন্নতি লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ায় স্বাস্থ্য সেবায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তারই প্রচেষ্টায় প্রতি ৬ হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দিতে একটি কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়েছে।
গোলাপগঞ্জে ৩৩টি কমিউনিটি ক্লিনিক প্রতিনিয়ত স্বাস্থ্য সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। উপজেলার সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৩৫ ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমে যেসব বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার মধ্যে স্বাস্থ্য সেবার বিষয়টি অন্তর্ভূক্ত ছিল। আজ গ্রামের গরীব, অসহায় মানুষজনেরা সহজেই হাতের নাগালে স্বাস্থ্য সেবা পাচ্ছে। স্বাস্থ্য সেবার উন্নতি হওয়ায় মা ও শিশুর মৃত্যু হার অনেক কমেছে। সরকার নাগরিক জীবনে স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করায় আজ এর সুফল পাচ্ছে সর্বস্থরের মানুষ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন স্বাস্থ্য সেবা সহ সর্বক্ষেত্রে সফলতা অর্জিত হওয়ায় তার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। বাংলাদেশ আর দরিদ্র দেশের তালিকায় নেই। আগে কোন দুর্যোগ দেখা দিলে বিদেশী সাহায্যের উপর নির্ভর করা হতো। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, যেকোন ধরনের দুর্যোগে বিদেশি সাহায্য ছাড়াই আমরা তা সামাল দিতে সক্ষম। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে আমরা দেশকে আরও এগিয়ে নিতে চাই। এতে দল মত নির্বিশেষে সকল মহলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিষর চৌধুরীর সভাপতিত্বে ও ডা. শাহীনুর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সৈয়দ মিছবাহ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী তাসফিকুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, আওয়ামীলীগ নেতা আলী আকবর ফখর প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেক আহমদ, পৌর কাউন্সিলর ফজলুল আলম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, জাফরান জামিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন স্বাস্থ্য সেবা সহ সর্বক্ষেত্রে সফলতা অর্জিত হওয়ায় তার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। বাংলাদেশ আর দরিদ্র দেশের তালিকায় নেই। আগে কোন দুর্যোগ দেখা দিলে বিদেশী সাহায্যের উপর নির্ভর করা হতো। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, যেকোন ধরনের দুর্যোগে বিদেশি সাহায্য ছাড়াই আমরা তা সামাল দিতে সক্ষম। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে আমরা দেশকে আরও এগিয়ে নিতে চাই। এতে দল মত নির্বিশেষে সকল মহলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিষর চৌধুরীর সভাপতিত্বে ও ডা. শাহীনুর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সৈয়দ মিছবাহ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী তাসফিকুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, আওয়ামীলীগ নেতা আলী আকবর ফখর প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেক আহমদ, পৌর কাউন্সিলর ফজলুল আলম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, জাফরান জামিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।