বিজ্ঞাপন
জিভি২৪ নিউজ:
সিলেটের গোয়াইনঘাট এলাকার বীরমঙ্গলে বজ্রপাতে দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নুর মিয়া (৩৫) ও ময়না মিয়া (৩৬)। তারা দুজনই একই ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (০৬ মার্চ) দিনগত রাত ৩টায় এ ঘটনা ঘটে। নিহত নুর মিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও ময়না মিয়া একই এলাকার ইসরাইল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দিনগত রাত ৩টার দিকে তারা দু’জনে পাথর উত্তোলনে কোয়ারিতে যায়। ভারি বর্ষণের মাঝেও পাথর তোলার সময় বজ্রপাতে তাদের দু’জনের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।