বিজ্ঞাপন
জিভি২৪ ডেস্ক : চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহ্স্পতিবার (১৬ জুলাই) রাত ১০ টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার খাসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেই ওই গ্রামের রহিব আলীর ছেলে।
এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সম্প্রতি পুলিশ সুপার মহোদয় বিশেষ পরিকল্পনা প্রনয়ন ও এর বাস্তবায়নে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সিই নির্দেশনা অনুযায়ী বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি।