বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও যোগ্য সমাজসেবক হিসেবে স্বর্নপদক স্বারক পেলেন গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইআইপিএফ) এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা স্বারক দেয়া হয়।
এতে লেখা রয়েছে, কর্মক্ষেত্রে আপনার সততা, দক্ষতার জন্য আপনাকে সম্মাননা স্বর্ণপদক স্বারণ দেয়া হলো। এনিয়ে ঝাকজমকপূর্ণভাবে অনুষ্টানের মাধ্যমে এ সম্মাননা দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে অনুষ্টান করা হয়নি। তাই মনোনীত ব্যক্তিকে কুরিয়ারযোগে সম্মাননা স্বারক দেয়া হয়।
এ বিষয়ে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল স্বর্ণপদক পাওয়ার বিষয়ে বলেন, আমাকে যে সম্মান দিয়েছে ইউনিয়ন পরিষদ ফোরাম তা শুধু আমার নয়, গোটা ইউনিয়নবাসীর। আগামীতেও ডেন আমি জনগনের সেবায় নিবেদিত থাকতে পারি এজন্য সবার সহযোগীতার প্রয়োজন।
কুরিয়ার সার্ভিসে পাঠানো এ স্বারকের সাথে দেয়া হয় একটি পত্র।
এতে লেখা রয়েছে, কর্মক্ষেত্রে আপনার সততা, দক্ষতার জন্য আপনাকে সম্মাননা স্বর্ণপদক স্বারণ দেয়া হলো। এনিয়ে ঝাকজমকপূর্ণভাবে অনুষ্টানের মাধ্যমে এ সম্মাননা দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে অনুষ্টান করা হয়নি। তাই মনোনীত ব্যক্তিকে কুরিয়ারযোগে সম্মাননা স্বারক দেয়া হয়।
এ বিষয়ে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল স্বর্ণপদক পাওয়ার বিষয়ে বলেন, আমাকে যে সম্মান দিয়েছে ইউনিয়ন পরিষদ ফোরাম তা শুধু আমার নয়, গোটা ইউনিয়নবাসীর। আগামীতেও ডেন আমি জনগনের সেবায় নিবেদিত থাকতে পারি এজন্য সবার সহযোগীতার প্রয়োজন।