বিজ্ঞাপন
স্টাফ রিপোর্টার:: আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর নির্বাচিত হলে আমার ওয়ার্ডে যত শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে যে কোন মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিব বলে প্রতিবেদককে আশাবাদ ব্যক্ত করেন গোলাম মোস্তফা মুসা।
সোমবার সকালে জি ভয়েস-এর প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা জানান।
গোলাম মোস্তফা মুসা গোলাপগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি এই ওয়ার্ড থেকে একবার জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হোন। এবারও তিনি কাউন্সিলর পদে নির্বাচন করবেন।
তিনি বলেন, বিগত নির্বাচনে জয়লাভ করে আমার ওয়ার্ডের বহু উন্নয়ন মূলক কাজ করেছি। এবারের নির্বাচনে আমাকে যদি ভোটাররা কাউন্সিলর নির্বাচিত করেন তাহলে আমি ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করব। বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিব।
তিনি বলেন, আমি এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকব। এলাকার মানুষ আমাকে মায়া করেন স্নেহ করেন। তাদের ভালবাসা কখনো ভুলার নয়।