বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ চৌধুরী বাছন (৩৬) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে সিলেট নগরীকে জিন্দাবাজারস্থ জল্লাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হামিদ চৌধুরী বাছন উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল মজিদ চৌধুরীর পুত্র ও গোলাপগঞ্জ বাজারের হামিদ বস্তবিতানের সত্ত্বাধিকারী।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হামিদ অনেক দিন ধরে পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদলতে প্রেরণ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।