বিজ্ঞাপন
জিভয়েস২৪ নিউজ: বিয়ানীবাজার উপজেলায় গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরশহরের কসবা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই যুবকের নাম মাতাব উদ্দিন(৪০)। তার বাড়ি কানাইঘাট উপজেলা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নারিকেল গাছে ওঠেন পরিস্কার করার জন্য। হঠাৎ তিনি পা ফসকে গাছ থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।