Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-11-11T17:16:19Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ৪ শত ৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বৈশ্বিক এ মহামারীর সময়ও বাংলাদেশের কৃষিখাতসহ সকল খাতে উৎপাদন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। সরকারের কৃষিবান্দব কর্মসূচির কারণে কৃষকেরা তাদের ফসল উৎপাদন বিপনন ও বিক্রয়ে সরকারি প্রনোদনা পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশ বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলায় পরিণত হবে। তিনি গতকাল বুধবার গোলাপগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা/ পুর্নবাসন কর্মসূচীর আওতায় বোরো ধান ও বিভিন্নজাতের রবি শষ্যের বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম সিরাজুল ইসলামের উপস্থাপনায় ও মাওলানা শওকত আলীর তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল।

অনুষ্ঠানে উপজেলার ৪শত ৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ