Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2020-12-31T20:32:42Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ পৌর নির্বাচনে নৌকার প্রার্থী রুহেলের মনোনয়ন দাখিল

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। 

মনোনয়ন দাখিলের পূর্বে তিনি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিয়েছেন। আমার দলের সকল নেতৃবৃন্দ ও পৌরবাসী আমার সাথে আছেন। ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করব। 

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে পৌরসভাকে আধুনিকায়নের লক্ষে কাজ করে যাবো। উন্নয়নের প্রতিক নৌকাকে ভোট দেওয়ার তিনি আহবান জানান।

মনোনয়ন দাখিল করার সময়  উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক মিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক  সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন,  উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,

সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাবেক সিনিয়র সহ সভাপতি হেলাল আহমদ,  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি আরিফ চৌধুরী কফি, সহ-সভাপতি সাহেদ আহমদ চৌধুরী, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন,  আওয়ামীলীগ নেতা বিধান দে, রাধিকা রঞ্জন নাথ, আসিদুর রহমান আসাই, মামুুুন আহমদ, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, আলিম উদ্দিন বাবলু, মাজেদ শরীফ চৌধুরী,  নাজিমুল হক লস্কর। 

এছাড়াও উপস্থিত ছিলেন  পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাছুম,  পারভেজ আহমদ, সুহেল আহমদ, সফওয়ান আহমদ,  জেলা ছাত্রলীগ নেতা আদিল ওয়াহিদ, ছাত্রলীগ নেতা জামাল আহমদ, জয়নুল আহমদ, আপন ইকবাল তানভীর, পিন্টু দাস, সাজন আহমদ প্রমুখ।    


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ