বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী রণকেলী সূর্য্য তরুণ যুব সংঘ'র উদ্যোগে ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাঙ্গাডহর বাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উক্ত ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেমরা উপস্থিত মুসল্লিয়ানে কেরাম দের উদ্দেশ্যে, কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
প্রধান অতিথির নসিহত পেশ করেন পীরে কামিল খলিফায়ে বায়মপুরী আল্লামা শায়খ মােহাম্মদ বিন ইদ্রিছ লক্ষীপুর। প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন মাওলানা শায়খ মমতাজ উদ্দিন (বড়দেশী)। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন মাওলানা সাইফুল্লাহ সাদী সাহেব, বি-বাড়ীয়া।
ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসার মাওলানা আব্দুল বারী, জামেয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জলিল, রাঙ্গাডহর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম, রণকেলী সুৰ্য তরুণ যুব সংঘ'র সভাপতি আব্দুল হান্নান চৌধুরী।
আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন ও নসিহত পেশ করেন মাওলানা আশিক উদ্দিন (গােলাপগঞ্জী), বারকোট এশায়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল আহাদ , মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আবুল খায়ের, দিগলবাক বাইতুল জান্নাত জামে মসজিদ,বিয়ানীবাজারের খতিব হাফিজ মাওলানা শাকির আহমদ নিহালপুরি, মাওলানা আতিকুর রহমান নােমানী সাহেব (গােলাপগঞ্জী), রণকেলী পশ্চিম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নূরুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহমদ সাহেব (রাঙ্গাডহরী)।
মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন রণকেলী সূর্য্য তরুণ যুব সংঘের সকল সদস্যগণ।