বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে ও এড়াবরাক নদীকে খালে পরিণত করার চক্রান্তের প্রতিবাদে এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবীতে নবীগঞ্জে গ্রামীণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও এড়াবরাক নদীরক্ষা আঞ্চলিক কমিটির যৌথ আয়োজনে এই গ্রামীণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁচাও হাওর আন্দোলন সিলেটের আহবায়ক সাজিদুর রহমান সোহেল এবং সেভ আওয়ার স্ট্রিট এনিমেল সিলেটের সমন্বয়ক ওয়াজিহ আহমদ অমু, সাংবাদিক এমএ আহমদ আজাদ।
কাজী আব্দুল বাছিতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন, মহসিন আহমেদ, শিহাব আল আজাদ,কায়ছার হামিদ, আলাউর রহমান আলামিন, শোয়েব আহমেদ প্রমুখ ।
নাগরিক সভায় বক্তারা বলেন- এড়াবরাক নদীকে খালে পরিণত করার লক্ষ্যে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। যেকোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। অতিদ্রুত সময়ের মধ্যে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহবান জানান।
বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ৬০০ ফুট প্রস্তের এরাবরাক নদীকে একশত ফুট খনন করলে নদীটি বিলিয়ন হয়ে যাবে। এরফলে ওই এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিবে। নদীর তীরবর্তী বাসিন্দারা ও হাওরে ধান চাষ করা দূরুহ হয়ে পড়বে। তাই এরাবরাক নদীকে তার স্বাভাবিকতা বজায় রাখতে কম পক্ষে ৫০০ ফুট প্রস্ত আর বিশ ফুট গভীর করে খনন করতে হবে।