Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৮ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-28T17:17:04Z
সিলেট

স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করতে হবে : ছামির মাহমুদ

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষ্যে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার রাতে নগরের একটি অভিজাত হোটেলে বলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডন্ট আলাউদ্দীন সাব্বীর। এতে প্রধান আলোলকের বক্তব্য রাখেন ক্লাবের অনারারি সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের সম্পাদক ছামির মাহমুদ।

প্রধান আলোচকের বক্তব্যে ছামির মাহমুদ বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার মধ্যেই স্বাধীনতার সার্থকতা নিহিত রয়েছে। সকল ধর্মবর্ণের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যেকেরই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে কাজ করা উচিত।

আলোচনাসভায় বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের অ্যাডভাইজার পিপি মাহবুবুল হক চৌধুরী, চার্টার প্রেসিডন্ট কাজী জয়নুল হক, পিপি তোফায়েল আহমদ, প্রেসিডন্ট ইলেক্ট জুনেদ আহমদ, সেক্রেটারি হাজী আব্দুল খালিক, রোটারিয়ান এএসএম আব্দুল্লাহ পাবলু, আশরাফ আমীন দিপু, মলয় দত্ত মিটু, নুরুল মামুন মনি প্রমুখ।

সভায় আগামী ২০২১-২২ সেশনের জন্য রোটারি ৩২৮২ এর ডিপুটি গর্ভণর হিসাবে ক্লাব অ্যাডভাইজার পিপি মাহবুবুল হক চৌধুরী ও গর্ভণর এইড হিসেবে ক্লাব প্রেসিডেন্ট আলাউদ্দীন শাব্বীর নির্বাচিত হওয়ায় তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এছাড়া রোটারি ক্লাবের নতুন সদস্য নুরুল মামুন মনিকে রোটারি ক্লাবের পিন পড়িয়ে ভরণ করেন নেন ক্লাবের অনারারি সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের সম্পাদক ছামির মাহমুদ। পরে ক্লাব সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ