Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২২ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-22T12:49:15Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে নিখোঁজের ১ ঘন্টা পর পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার
দিকে শিশুটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর অনেক খোজাখুজির পর প্রায় ১ ঘন্টা পর দুপুর ২ টার দিকে তাদের বাড়ির পাশের পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন স্বজনেরা। 

পরে স্বজনরা দ্রুত চারখাই বাজারের সেবা মেডিকেলে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে  বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাও শিশুটিকে মৃত ঘোষনা করেন।

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ