Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2022-10-18T20:35:19Z
সাহিত্য

বাসন্তিকা : জয়নাল আবেদীন

বিজ্ঞাপন

বাসন্তিকা
জয়নাল আবেদীন

বসন্ত আসিল কোকিলও ডাকিল হৃদয়ে দিলো নাড়া
তোমাকে দেখিবার জন্য মন কেন করে এতো তাড়া।

তোমাকে পাবার জন্য অপেক্ষার প্রহর গুনে
করলাম কতো বসন্ত পার,
আর কতো খেলিবে লুকো চুরি কবে হবে তুমি আমার।

তোমাকে পাবার জন্য প্রতিটা বসন্তে হৃদয়ে দেয় দোলা
বোঝনা কেন তুমি তোমায় ছাড়া কাটে না আর যে বেলা।

এবার এসেছে বসন্ত কোকিল গাইছে গান
ফুলেরা ফুটেছে বনে বনান্তে এসে দেখে জোড়াবে তোমার প্রাণ।

লাগবে হৃদয়ে বসন্তের হাওয়া মনে দেবে দোলা
চলে এসো প্রিয় আমার ই বুকে থাকো না আর একেলা।

মিলনের ঋতু এই বসন্তে কাছে এসো থেকো না দুর পান্তরে।
বুঝনা কেন যৌবনের বসন্ত লেগেছে এই অন্তরে।

তুমি আসলে বাসর সাজাবো কৃষ্ণচূরার ফুলে
নতুন নামে ডাকবো তোমায় বসন্তিকা বলে।

চলে এসো তুমি এই বসন্তে করছি আহবান বসন্তিকা তুমি এই বুকে এসে শান্ত করো প্রাণ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ