Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৩ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-03T18:17:01Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ছিনতাইকারীকে জনতার গণপিটুনি, উদ্ধার করলো পুলিশ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্হানীয় জনতা।

সোমবার (৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ রোডের একমাইলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সিএনজি অটোরিকশা যোগে শপিং করে গোলাপগঞ্জ আসেন দুই মহিলা। এসময় তারা অন্য কাজ শেষ করে ঢাকাদক্ষিণের উদেশ্যে রওয়ানা হোন। তাদেরকে লক্ষ্য করে একটি মোটরসাইকেল। একমাইল নামক স্থানে পৌঁছা মাত্র মোটরসাইকেলে থাকা পিছন থেকে একজন অটোরিকশার এক মহিলার ব্যাগ ধরে টান দেয়। সঙ্গে সঙ্গে অটোরিকশার চালক গাড়ি দিয়ে তাদেরকে ধাক্কা দেন। ধাক্কার সাথে সাথে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। উঠে দৌড় শুরু করে। এসময় একজন পালিয়ে গেলেও অন্যজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে ছিনতাইকারীকে জনতার হাত থেকে উদ্ধার করে।

অজ্ঞান অবস্থা পুলিশ সাথে সাথে ছিনতাইকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এখন পর্যন্ত ছিনতাইয়ের শিকার অটোরিকশা যাত্রীদের বা ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায় নি।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ