Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-03T18:21:51Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে 'টিম দুর্বার'র ইফতার বিতরণ

বিজ্ঞাপন

জিভয়েস২৪ প্রতিবেদক : 'হাসি ফুটুক সবার মুখে' এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জে 'টিম দুর্বার'র উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩ মে) বিকাল ৪ টায় উপজেলার পৌর শহরে ইফতার বিতরণের আয়োজন করা হয়।

ইফতার বিতরণে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমিত দেব নাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সুমন আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির রুবেল, সংগঠক রাসেল আহমদ রাজু, ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্রজীত চন্দ তাপ্পু, প্রদীপ চন্দ পাল, টিম দুর্বারের সভাপতি সুপ্রান্ত দাশ সাম্য, অর্থ-সম্পাদক নিকন দত্ত ও সিনিয়র সদস্য পরাগ কিশোর স্বর্ণভ। 

এছাড়াও ভার্চুয়ালয়ে সরাসরি সংযুক্ত হোন  গোলাপগঞ্জের কৃতি সন্তান রামু উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব নাথ, টিম দুর্বারের সদস্য শাহরিয়ার হোসেন শুভ, মেহেদী হাসান তপু, হাসিন ইত্তিহাদ মাহি, সাইমুল হক শান্ত, আবদুল্লাহ তানিমসহ অন্যান্যরা। 

আলোচনা সভা শেষে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র দিনমজুর মানুষদের মধ্যে ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ