Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৪ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-04T08:18:16Z
সিলেট

সুরমা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: সিলেটের বিশ্বনাথের লামাকাজী এলাকায় সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) সকালে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।

মৃত আব্দুল মালেক বিশ্বনাথ থানাধীন লামাকাজী রাজপুর গ্রামের জয়দুল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে গ্রামবাসী বেরিয়ে আসলে অন্যরা নদী সাতার কেটে পালিয়ে গেলেও মালেক পানি তলিয়ে মারা যায়।

এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো বলেও জানান ওসি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ