Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-03T16:17:14Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের প্রবীণ আ’লীগ নেতা ডা. আব্দুর রহমান আর নেই

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গোলাপগঞ্জের প্রবীণ আওয়ামীলীগ নেতা ডা. আব্দুর রহমান(৭৩)আর নেই। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ২ছেলে,৩মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ নেতা গোলাপগঞ্জ আওয়ামীলীগের নব গঠিত কমিটির উপদেষ্টা এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকাদক্ষিণ মাদ্রাসা, ঢাকাদক্ষিণ বাজার কমিটি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।

বিশিষ্ট সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর রহমানের মৃত্যুতে গোলাপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ