Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-25T18:37:05Z
সিলেট

সিএনজির ভাড়া নিয়ে নৈরাজ্য, প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিএনজিচালিত অটোরিকশা চালকদের নৈরাজ্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে যাত্রী অধিকার পরিষদ।

বুধবার (২৫ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ-সভাপতি এম.এ.মতিন, কামরুজ্জামান চৌধুরী, বাহার উদ্দিন আকন্দ, মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী অভি, আব্দুল মালিক মানিক, প্রচার সম্পাদক ইস্তাক আহমেদ, সদস্য ফয়ছল মিয়া, অর্ণব তালুকদার দীপু, প্রমথ দাস, লিটন মিয়া প্রমুখ।

বক্তারা লকডাউনৈর পরও প্রশাসনের দোহাই দিয়ে সিএনজি চালক কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এবং সিএনজির পেছনের সিটে গাদাগাদি করে যাত্রী পরিবহনের প্রতিবাদ জানান।

এসময় তারা অবিলম্বে পূর্বের নিয়মে সিএনজি চলাচল এবং ভাড়া আদায়ের দাবি জানিয়ে তা না মানা হলে তুমুল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ