Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-13T06:46:22Z
সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের অপরিকল্পিত ম্যানহোলে দুর্ঘটনার আশঙ্কা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের অপরিকল্পিত ম্যানহোলে দুর্ভোগের মধ্যে রয়েছেন হাজারো মানুষ। জনগুরুত্বপূর্ণ সড়কে অপরিকল্পিত ম্যানহোল নির্মাণে ঝূঁকি নিয়ে চলাচল করছেন এম্বুলেন্স, রোগীবহনকারী গাড়ি সহ সাধারণ মানুষ। উচু ম্যানহোলে ঝাঁকুনিতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

জানা যায়, সিলেট নগরীর জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এছাড়াও শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীসহ সাধারণ মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। এমন গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যখানে অপরিকল্পিত উচু ম্যানহোল নির্মাণ করায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীসাধারণ।

বর্তমান করোনা কালীন সময় অনেক রোগী অক্সিজেন সিলিন্ডার সহ যাতায়াত করেন এ রাস্তা দিয়ে। রাস্তার মধ্যখানে উচু ম্যানহোল থাকায় ঝাঁকুনিতে বড় ধরনের দূর্ঘটনা আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে শিগগির কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।

তথ্য সূত্রে : সিলেট প্রতিদিন 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ