Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-11T03:33:34Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ থানার ওসি ও পুলিশ পরিদর্শকের আরেক স্বীকৃতি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আরও একবার তার কাজের স্বীকৃতি পেয়েছেন। এবার তিনি সিলেট বিভাগের ৪২টি থানার মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। একই সাথে দ্বিতীয় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন সুশংকর পাল। 

এরআগে গত ৮ আগস্ট গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিলেট জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার গ্রহণ করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালও সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ হন। জুলাই মাসের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম, ক্লু লেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকা রাখার জন্য অভিন্ন মানদন্ডের ভিত্তিতে এ পুরস্কার বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১০ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি'র সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম তাঁদের হাতে সিলেট বিভাগের (রেঞ্জ) দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর ক্রেস্ট তুলে দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদ, পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার পিপিএম সহ চার জেলার পুলিশ সুপারগণ সহ উর্দ্ধতন অফিসার গণ উপস্থিত ছিলেন। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী এর আগেও এ বছরেত গত ফেব্রুয়ারি মাসে সিলেট জেলা এবং সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হন এবং পুরস্কার গ্রহন করেন। 

এছাড়াও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি থাকা কালীন মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলায় ৭বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন এবং পুরস্কার গ্রহন করেন। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম'র কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল । তাদের দায়িত্বশীলতায় আমি আবারো এই পুরস্কার পেয়েছি। আগামীতেও সকলের সহযোগিতা চাই যাতে আরো ভালো কিছু করতে পারি। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ