বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম (কমিটি) গঠন করা হয়েছে। ৩০শে জুলাই কেন্দ্রীয় সমন্বয়কারী ও সিনিয়র সহ সভাপতি, মোঃ আহসান সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক এম এ মিলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি (২০২১–২২ ইং) অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সিলেট বিভাগীয় আহ্বায়ক এইচ আর শাকিল, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অজয় সেন (মৌলভীবাজার), এডভোকেট সাইফুর খন্দকার রানা (সিলেট), উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমী (হবিগঞ্জ), ধ্রুব জ্যোতি দে (সিলেট), দেবাশীষ রায় (মৌলভীবাজার), প্রদীপ পাল নিতাই (সুনামগঞ্জ), অনীশ তালুকদার বাপ্পু (সুনামগঞ্জ), সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফিক (হবিগঞ্জ)। কমিটির অন্য সদস্যরা হলেন - যথাক্রমে মোঃ ইমান আলী (হবিগঞ্জ), সেবুল আহমদ সাগর (সিলেট), শাহ আলম সেরুল(সুনামগঞ্জ), সৈয়দ মুত্তাকিম আলী (সিলেট), অপরেশ কুমার দাশ অপু (মৌলভীবাজার), জিএম ফয়সাল খান (হবিগঞ্জ), জামাল হোসেন লিটন (হবিগঞ্জ) সৈকত তালুকদার রণি (সুনামগঞ্জ) ।