Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-26T06:46:20Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জের ১০ ইউপিতে চলছে ভোটগ্রহণ, নারী ভোটারদের দীর্ঘ সারি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে।বিশেষ করে ভোট কেন্দ্রে বহুদিন পর নারী ভোটারদের দীর্ঘ সারি সবার নজর কেড়েছ।

বেলা ১২টায় পর্যন্ত উপজেলার সবকটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ  চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সরেজমিন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী গোয়াসপুর ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়,  নারীদের দীর্ঘ লাইন। এখানে মাত্র ১০ থেকে ১৫জন পুরুষ লাইনে রয়েছেন। একই অবস্থা শেরপুর খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জুলহাস মিয়া জানান, তার এই কেন্দ্রে ১৫৬৯ জন নারী পুরুষ ভোটার রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫০০  ভোট প্রয়োগ করা হয়েছে।

একই ইউনিয়নের শেরপুর খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাক্তার ইউকে সিনহা জানান, আমার ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৬৫ জন। 
দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬০০ ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। 

গোলাপগঞ্জ উপজেলায় ১০ ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সাধারণ সদস্য (নারী) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, বিদ্রোহী ৪ জন, বিএনপির (স্বতন্ত্র) ১৫ জন, জামায়াতের (স্বতন্ত্র) ৮ জন, (সরাসরি কোনো রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।  এ নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই।

গোলাপগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার, ইউএনও মো: গোলাম কবির বলেন,'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশাকরছি গোলাপগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ