বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক জাহিদ হোসাইন।
উত্তর বাদেপাশায় আনারস প্রতীক নিয়ে তিনি ১৫৪৪ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় পর কেন্দ্রে কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৬৮৯।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মুস্তাক আহমদ পেয়েছেন ৩১৪৫ ভোট।
অন্য দুজন হচ্ছেন ঘোড়া প্রতীকে মুহিবুর রহমান পেয়েছেন ৩০১২ ভোট। লাঙ্গল প্রতীকে আব্দুল মজিদ রৌশন পেয়েছেন ২০১ ভোট।