Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-26T04:50:27Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ভোট যুদ্ধ শুরু, প্রত্যেক কেন্দ্রে নারী ভোটার বেশি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে শুরু হয়েছে ভোট যুদ্ধ। প্রত্যেক কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা লক্ষণীয়।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ৮টার আগেই কেন্দ্রে ভোটারদের লাইন তৈরি হয়।

ভোট দিতে আসা একাধিক ভোটার জানান, 'শান্তিপূর্ণ ভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এত দিন পর ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। তাদের পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।'

উপজেলার ১০ টি ইউনিয়নে ২ লাখ ১৫ হাজার ৮৭৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, এ উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সাধারণ সদস্য (নারী) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, বিদ্রোহী ৪ জন, বিএনপির (স্বতন্ত্র) ১৫ জন, জামায়াতের (স্বতন্ত্র) ৮ জন, (সরাসরি কোনো রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ