Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-02-07T12:54:10Z
সিলেট

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গোয়াইনঘাটের যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন দত্তগ্রামের তামাবিল সড়কে একটি মিষ্টি দোকানের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য জব্দ ও এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, শাহপরাণ মাজার গেইট এর সামনে কিউআরটি ডিউটি চলাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহপরাণ (রহঃ) থানাধীন দত্তগ্রাম সুরমা গেইট রসমেলা মিষ্টান্ন ভান্ডারের সামনে তামাবিল টু সিলেট গামী পাকা রাস্তার উপর সরকারের শুল্ক ফাঁকি দিয়ে কিছু চোরাকারবারী ভারতীয় পণ্য সিলেটের দিকে নিয়ে আসছে। এ খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। 

অভিযানে ১৬ বক্স ডেজি মিল্ক চকোলেট, ২৪ বক্স পেরক চাদবুড়ি, ৪ বক্স ডেইরি মিল্ক চকোলেট জব্ধ করে। সর্বমোট চকলেটের ২,৮৬৪ পিস চকলেটের বাজার দর ৩৯ হাজার ২০০ টাকা। 

এসময় মো. তাজুল ইসলাম উরফে তাজ (২২) নামে চোরাকারবীকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি গোয়াইনঘাট উপজেলার বিতিরখেল গ্রামের মো. আইনুল হকের পুত্র। 

গ্রেপ্তারকৃত তাজুল ইসলামের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ-০৬/০২/২০২২খ্রিঃ।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ