Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-11T05:24:21Z
বিনোদন

ছেলের নাম কী রাখলেন রাজ-পরী?

বিজ্ঞাপন

প্রকাশ্যে রাজ-পরী দম্পতির সন্তান। ছবি : ফেসবুক থেকে

ডেস্ক রিপোর্ট : বাবা-মা হয়েছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণি। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরী।

এই দম্পতির পারিবারিক সূত্র থেকে জানা গেছে , মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। এবার সন্তানের প্রথম স্থিরচিত্র প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা পরী মণি। সেই সঙ্গে জানালেন ছেলের নাম।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মা-ছেলের পরম আদরণীয় মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে পরী জানিয়েছেন, তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

সেই সঙ্গে প্রিয় সন্তানকে দিয়েছেন আশীর্বাদ-বাণী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরী। বিয়ের খবরের সঙ্গে বাবা-মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণিন’-এর সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ