বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামের এক সীমান্তিক কর্মকর্তা খুন হয়েছেন।
নিহত আনোয়ার হোসেন ভোলা জেলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে এবং সীমান্তিক সিলেটে চাকরি করেন।
পুলিশ এবং সীমান্তিক সূত্রে জানা গেছে , রাত সোয়া ৮টার দিকে হুমায়ুন চত্বর থেকে ফাঁড়ি পথে এগিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে যারা ছুরিকাঘাত করেছে তারা ছিনতাইকারী সদস্য।
সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ জানিয়েছেন, আনোয়ার হোসেন সীমান্তিক ব্রাম্মণবাড়িয়া অফিসে দায়িত্ব পালন করছিলেন। সংস্তাটির প্রধান কার্যালয়ে দাফতরিক কাজে সিলেট আসছিলেন। হুমায়ুন চত্ত্বর থেকে ফাঁড়ি পথে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়।
দক্ষিণ সুরমা থানার ওসি নিহতের বিষয়টি এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে