Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-14T18:35:50Z
সুনামগঞ্জ

আ.লীগের সম্মেলনে চেয়ারকে ঢাল বানিয়ে রক্ষা পেলেন নাহিদ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : আ.লীগের সম্মেলনে চেয়ারকে ঢাল বানিয়ে রক্ষা পেলেন নাহিদ চেয়ারকে দিয়ে নিজেকে রক্ষা করছেন নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় নেতারা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় চেয়ারকে ঢাল বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় নেতারা।  

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা বিএডিসি মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠার পরপরই এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন আওয়ামী লীগের আরেক অংশের নেতাকর্মীরা।  

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্মেলন শুরুর পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া।

এর পরপরই কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল ছুড়তে করতে থাকেন তার সমর্থকরা। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা।

এ সময় কেন্দ্রীয় নেতারা বসার চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সুনামগঞ্জের দিরাই বিএডিসি মাঠে হামলার সময় চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতারা।  

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।  

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্মেলন শুরুর পরপরই কিছু ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ