Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-12-22T11:04:28Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজার থেকে স্কুল ছাত্র নিখোঁজ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়ার এলাকার স্কুল ছাত্র তাওহিদুল ইসলাম তায়েফ (১৪) বুধবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। সে দুবাগ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণি ছাত্র।

তার নিখোঁজের ঘটনায় বিয়ানীবাজার থানায় ছালেহা বেগম একটি সাধারণ যায়রি (জিডি নং ১০৬৮/২১/১২/২০২২) করেছেন।

জানা যায়, দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়ার এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী পিতা আতাউর রহমান মুহিবের পুত্র তাওহিদুল ইসলাম তায়েফ বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গা তাকে খোঁজ করা হয়েছে। একই সাথে বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলা জুড়ে মাইকে তায়েফের নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

হালকা পাতলা গড়নের চার ফুট উচ্চতা তায়েফের গায়ের রঙ উজ্জ্বল। তার সন্ধান কামনা করে সমাজের সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। তাওহিদুল ইসলাম তায়েফের সন্ধান পেলে 01733149578 নম্বরে কিংবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার আহবান জানিয়েছেন স্বজনরা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ