Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-12-22T10:45:42Z
ফেঞ্চুগঞ্জ

ফেঞ্চুগঞ্জে মানুষ বাঁচাতে ‘মেছো বিড়াল’ পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ফেঞ্চুগঞ্জের ধারণ গাজীপুর গ্রামে মেছোবাঘের আক্রমণে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এসময় তাঁকে মুক্ত করতে মেছোবাঘটিকে মেরে ফেলা হয়।

বুধবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার ধারণ গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. লেজু মিয়া (৭০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, লেজু মিয়া ফজরের নামাজ পড়ার জন্য নিজ বাড়ির পুকুরে ওজু করতে যান। এ সময় তাঁকে মেছোবাঘ আক্রমণ করে। নিজেকে মুক্ত করতে চিৎকার শুরু করেন এবং বাঘ জড়িয়ে ধরা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এতে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে। তাঁকে মুক্ত করতে মেছোবাঘটিকে মেরে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, ‘মেছোবাঘের আক্রমণে ওই বৃদ্ধ খুবই ব্যথা পেয়েছেন। এলাকার লোকজন এটিকে পিটিয়ে মেরে বৃদ্ধকে উদ্ধার করে।’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ