Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-02T13:20:01Z
সিলেট

সিলেট বিমানবন্দরে টিকটক ভিডিও ধারনে বাধা দেয়ায় পুলিশ সদস্যেকে মারধর !

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও বানাতে বাধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম নয়ন চন্দ্র পর্দার। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করলে রাতেই চার যুবককে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার গরগরি এলাকার সরুজ আলির পূত্র জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং সিলেট বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের সুন্দর আলীর পূত্র আবজাল (১৯)।
জানা যায়, গতকাল এক যাত্রীকে বিদায় দিতে বিমানবন্দরে যান ওই চার যুবক। যাত্রীকে বিদায় দেওয়ার পরই বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও বানাতে শুরু করেন টিকটক ভিডিও ধারন। বিমানবন্দর আনসার বাহিনীর সদস্যরা এতে বাধা দিলে আনসার সদস্যদের সাথে খারাপ আচরন করেন তারা। পরে পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার সেখানে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা মারধর করেন তাকে ।

সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন শিপন বলেন, এ ঘটনায় ঘটনার শিকার পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে, রাতেই আটক করা হয় চার যুবককে। চিকিৎসা নিয়েছেন আহত পুলিশ সদস্য ।


সূত্র : ইনকিলাব


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ