Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-05-19T17:06:17Z
সিলেট

সিলেটে কৃষক হ ত্যা য় ৩ ভাইয়ের যাবজ্জীবন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া হত্যা মামলার রায়ে ৩ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ (৫ম) আদালতের বিচারক ঝলক রায় এ রায় ঘোষণা করেন।

রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তেরা মিয়াকে (৩০) ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা।

আহত তেরা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম পাঁচ সহোদরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।  

২০১১ সালের ১০ এপ্রিল অভিযোগ গঠন করে মামলার বিচারকার্য শুরু হয়। বিচাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্যের ওপর ভিত্তি করে প্রদান করেন বিচারক। রায়ে অপর দুই সহোদর আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে খালাস দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ